মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

স্বাগতম

বর্তমান সময়ে আমাদের দেশের ছেলে মেয়েরা প্রোগ্রামিং এর পিছনে যেভাবে ছুটে চলেছে সেই প্রেক্ষাপটে এই ব্লগের সূচনায় প্রোগ্রামিং কি, এটি কেনো করা হয় এই ধরনের প্রাথমিক আলোচনার কোন প্রয়োজন নেই বলে আমি ধরে নিচ্ছি। অবশ্য এই ব্লগটির উদ্দেশ্যও প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ধারনা দেয়া নয়।
আমি যখন প্রোগ্রামিং এর নতুন কোন বিষয় শিখি (কিংবা শেখার চেস্টা করি) তখন মাঝেমধ্যেই এমন কিছু সমস্যা উঠে আসে যার সমাধান খুঁজতে গিয়ে অনেক সময়ই অনেক কাঠ খড় পোড়াতে হয় । আর সেই কাঠ খড় পোড়ানোর সমাপ্তি হয় অনাবিল আনন্দে(যখন আমি সেই সমস্যার সমাধান পেয়ে যাই)। সেখান থেকেই মনে হলো, কাঠ খড় পোড়ানো বিষয়গুলিই-তো হতে পারে একেকটি চ্যালেঞ্জ, একেকটি প্রোগ্রামিং সমস্যা। আর সে সমস্যাগুলি যদি আমি ব্লগে প্রকাশ করি তাহলে সেগুলির সমাধান করে হয়তোবা আপনারাও পেতে পারেন একটুখানি আনন্দ।
আর সেখান থেকেই এই ব্লগের জন্ম।
প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে কিছুনা কিছু উপহার দেবে এই প্রত্যাশায়,
শুভ প্রোগ্রামিং !!!